- শিল্পীঃ মনি কিশোর
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
অনেক কেঁদেছি আমি তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে কোনখানে
অনেক হারিয়েছি আমি তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে কোনখানে
সাজানো সুখের ঘরে আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি পাইনা খুঁজে মানে
জানিনা কি সুখ খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি পাইনা খুঁজে মানে
আজো মনে উঁকি দেয় তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি ফিরে যাওয়া পথ পানে।।
জলে ভরে ওঠে দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি ফিরে যাওয়া পথ পানে।।
FreePostJobs.com | Online job listings board | best free job posting website
ReplyDelete