Saturday, January 7, 2017

ভেবেছিলাম আঙ্গুল ছোঁব



  • শিল্পীঃ সাহস মোস্তাফিজ
  • অ্যালবামঃ সাহস রিটার্নস
  • সুরকারঃ ফোয়াদ নাসের বাবু
  • গীতিকারঃ রঞ্জু প্রসাদ মণ্ডল

ভেবেছিলাম আঙুল ছোঁব, আঙুল চুয়ে বিষ নেমেছে
সত্তা জুড়ে ছড়িয়ে থাকা হাসনাহেনায় মেঘ জমেছে।
হিসেব কষে আঁক মেলানো, চক মেলানো স্বপ্নসারি
বুকের মধ্যে আলপনা দেয় শ্যাওলা-ধরা বসতবাড়ি
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।
জ্যোৎস্না ভিজে একাই জাগি, রাতের পরে রাত জমা হয়
চোখের নিচের অন্ধকারে কান্নাগুলো শব্দ হারায়।
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।
শরীর জুড়ে আঁধার মেখে, আলোর মাঝে আড়াল খুঁজি
আঙুল মেপে জমিয়ে রাখি একলা থাকার ছোট্ট পুঁজি।
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।

No comments:

Post a Comment