Saturday, January 7, 2017

আমি তোমার জন্য বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী



  • শিল্পীঃ কুমার বিশ্বজিত
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি


আমি তোমার জন্য বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী
আমি তোমার জন্য জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি
আমি তোমার জন্য আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ
আমি তোমার জন্য শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ।
আমি তোমার জন্য ভাদ্রের আকাশে একলা পাখি
আমি তোমার জন্য আশ্বিনে পুষে কষ্ট রাখি
আমি তোমার জন্য কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে
আমি তোমার জন্য অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে।।
আমি তোমার জন্য পৌষে ঘুরে আল পথ ধরি
আমি তোমার জন্য মাঘে নিশিতে স্বপ্ন বুনি
আমি তোমার জন্য ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার
আমি তোমার জন্য চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার।।

আমার চোখের দেখা ভুল হলো

  • শিল্পীঃ কুমার বিশ্বজিত
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি

আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মুখটি তোমার পূর্ণিমার চাঁদ
মনটা অমাবস্যা
আজকে যদি রোদ্র থাকে
কালকে দেখি বর্ষা
তুমি কেমনতরো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করছে (?) ষড়যন্ত্র
তোমায় না চেনার এ মাশুল যে
আমি দেব এ জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

অনেক কেঁদেছি আমি

  • শিল্পীঃ মনি কিশোর
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি

অনেক কেঁদেছি আমি তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে কোনখানে
সাজানো সুখের ঘরে আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি পাইনা খুঁজে মানে
আজো মনে উঁকি দেয় তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি ফিরে যাওয়া পথ পানে।।

নন্দিনী


  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ দুঃখিনী রাত
  • সুরকারঃ মনোয়ার হোসেন টুটুল
  • গীতিকারঃ তানভির তারেক


আমার এ হৃদয় তোমাকে ভেবে
একাকী কাঁদে সুখের আশায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
হারাতে হবে কখনো তোমায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
তুমি ভুলে যাবে কখনো আমায়
আজ তুমি অনেক দূরে
কিসের মোহে হারালে
আমাকে একা করে
পেরেছ কি সুখী হতে
ওগো নন্দিনী আমি ভাবিনি
হারাতে হবে কখনো তোমায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
তুমি ভুলে যাবে কখনো আমায়
এখনো আমার এ মন
থাকে শুধু স্মৃতি নিয়ে
তোমাকে পাওয়ার আশায়
একা আজো স্বপ্ন দেখে
ওগো নন্দিনী আমি ভাবিনি
হারাতে হবে কখনো তোমায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
তুমি ভুলে যাবে কখনো আমায়

এছাড়াও দেখুন...

যতই দুঃখ দাও তুমি আমাকে


  • শিল্পীঃ তপন চৌধুরী ও শকিলা জাফর
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ নাজির মাহমুদ
  • গীতিকারঃ আহমেদ রিজভী


যতই দুঃখ দাও তুমি আমাকে
অশ্রু ঝরাও যত এই দুচোখে
তবুও ভালবাসি তোমাকে।
ভোরের স্নিগ্ধ আলো হাসে পৃথিবী
আমার দুঃখে সুখে তুমিই সবই
সাগর ভালবেসে বুকে রাখে ঢেউ
আমার দুচোখে তুমি নেই আর কেউ
বিরহের ব্যাথা যত দাও আমাকে
তবুও ভালবাসি তোমাকে।।
রোদেলা দুপুরে তুমি শীতল ছায়া
আমার শূন্য বুকে তুমিই মায়া
জ্যোছনার চাঁদ তুমি রাতের তাঁরা
প্রাণহীন এ দেহ তোমাকে ছাড়া
বেদনার মেঘ যত দাও না বুকে
তবুও ভালবাসি তোমাকে।।

উচ্ছেদ



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ হৃদয়ে রক্তক্ষরণ
  • সুরকারঃ পলল্লব সান্না
  • গীতিকারঃ শহীদুল্লাহ ফরায়জী

আমি যদি প্রেমে পড়ি তুমি কি করবে
প্রেমতো নয় বেআইনি বাড়ি
উচ্ছেদ করে দেবে আমায়
উচ্ছেদ করে দেবে…………

এবার পূজোয় চাই আমায় বেনারসি

  • শিল্পীঃ অলকা ইয়াগনিক
  • অ্যালবামঃ পূজোর গান
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি


এবার পূজোয় চাই আমায়
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
নাকছাবি আর ঝুমকো লতা
এবার আমায় চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেবো গলায় দড়িরে।
গেল বছর পূজার আগে
বাবার বাড়ি দিয়ে এলি,
পূজো যখন হয়ে গেল
অমনি আমায় নিতে গেলি।
বাপের বাড়ি এবার যাবোনা,
গেলে ফিরে আর আসবোনা
একা একা থাকার তখন
বুঝবি কত জ্বালারে।
পাবে কোথায় এত টাকা
কার কাছে পাতবি হাত,
মিথ্যা কথা সাজিয়ে বলে
করিছ রে তুই বাজিমাৎ।
মিষ্টি কথা আর ভুলবো না
কোন ছুতা যে তোর শুনবো না
ধোঁকা দিলে পাবিরে তুই
ধোঁকা দেওয়ার খেলারে।
ভালো মানুষ পেয়ে আমায়
সারা জীবন ঠকিয়ে যাবি
এমন যদি ভেবে থাকিছ,
তুই হারাবি সুখের চাবি।
ভবী এবার জানিস্ ভুলবেনা
জ্বালা কি যে তোর চলবেনা
কত ধানে হয় কত চাল,
এবার যেটা দেখবি রে।
নাকছাবি আর ঝুমকো লতা
এবার আমায় চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেবো গলায় দড়িরে।।