- শিল্পীঃ তপন চৌধুরী
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ আলাউদ্দিন আলী
- গীতিকারঃ নাসির উদ্দিন খান
আজ তুমি দূর বহুদূর হারিয়ে ফেলেছি আমি সুর
জ্বলে গেছে অন্তর মরে গেছে চাওয়া
হবে না হবে না বুঝি আর কোন গান।।
জ্বলে গেছে অন্তর মরে গেছে চাওয়া
হবে না হবে না বুঝি আর কোন গান।।
কবিতার মতো করে বলতে কথা
সে কথাই বুকে বেজে দেয় যে ব্যথা
হৃদয়ের নোঙর ছিঁড়েছে বাঁধন
পাবে না পাবে না বুঝি জোয়ারের টান।।
সে কথাই বুকে বেজে দেয় যে ব্যথা
হৃদয়ের নোঙর ছিঁড়েছে বাঁধন
পাবে না পাবে না বুঝি জোয়ারের টান।।
ভাগ্যে ছিল বুঝি এই পরিহাস
ব্যথারই ধোঁয়ায় ঢাকা মেঘলা আকাশ
উঠেছে এমন ঝড় মরেছে জীবন
যাবে না যাবে না ভোলা তোমার এই দান।।
ব্যথারই ধোঁয়ায় ঢাকা মেঘলা আকাশ
উঠেছে এমন ঝড় মরেছে জীবন
যাবে না যাবে না ভোলা তোমার এই দান।।
No comments:
Post a Comment